1 হে দুনিয়ার সমস্ত লোক,তোমরা মাবুদের উদ্দেশে আনন্দধ্বনি কর।
2 খুশী মনে মাবুদের এবাদত কর;আনন্দের কাওয়ালী গাইতে গাইতে তাঁর সামনে উপস্থিত হও।
3 তোমরা জেনো আল্লাহ্ই মাবুদ।তিনিই আমাদের তৈরী করেছেন, আমরা তাঁরই;আমরা তাঁরই বান্দা, তাঁরই চারণ ভূমির ভেড়া।
4 তাঁকে শুকরিয়া জানাতে জানাতে তাঁর দরজা দিয়ে ঢোকো,তাঁর প্রশংসা করতে করতে তাঁর উঠানে ঢোকো;তাঁকে শুকরিয়া জানাও, তাঁর প্রশংসা কর।