11 আমার দিনগুলো বিকালের ছায়ার মত হয়ে গেছে;ঘাসের মতই আমি শুকিয়ে যাচ্ছি।
12 কিন্তু হে মাবুদ, তুমি চিরকাল তোমার সিংহাসনে আছ;তোমার নাম বংশের পর বংশ ধরে থাকবে।
13 তুমি সিয়োনের প্রতি মমতা করবে,কারণ তাকে রহমত দেখাবার সময় হয়েছে,নির্দিষ্ট সময় এসে গেছে।
14 তার পাথরগুলো পর্যন্ত তোমার গোলামদের কাছে প্রিয়;তার ধূলিকণার প্রতিও তাদের মমতা রয়েছে।
15 তখন মাবুদের নাম শুনে অন্য সব জাতি ভয় পাবে;তোমার গৌরব দেখে দুনিয়ার সব বাদশাহ্দের মনে ভয় জাগবে।
16 মাবুদ আবার সিয়োনকে গড়বেন,আর তিনি নিজের মহিমায় দেখা দেবেন।
17 তিনি সর্বহারাদের মুনাজাতের জবাব দেবেন;তাদের মিনতি তিনি তুচ্ছ করবেন না।