13 সন্তানদের প্রতি পিতার যেমন মমতা আছেতেমনি তাঁর ভক্তদের উপর তাঁর মমতা আছে।
14 কিভাবে আমরা গড়া তা তো তাঁর অজানা নেই;আমরা যে ধূলি ছাড়া আর কিছু নই তা তাঁর মনে আছে।
15 ঘাসের আয়ুর মতই মানুষের আয়ু,মাঠের ফুলের মতই সে ফুটে ওঠে।
16 ফুলের উপর দিয়ে বাতাস বয়ে গেলে ফুল আর থাকে না;যে জায়গায় সেই ফুল ফুটেছিলসেই জায়গায়ও আর তাকে মনে রাখে না।
17-18 কিন্তু যারা মাবুদের ভক্ত,যারা তাঁর ব্যবস্থা মেনে চলেআর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে,তাদের উপর তাঁর অটল মহব্বত ও তাঁর বিশ্বস্ততাচিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।
19 মাবুদ বেহেশতে তাঁর সিংহাসন স্থাপন করেছেন;সব কিছুর উপরেই তাঁর রাজত্ব।
20 হে মাবুদের শক্তিশালী ফেরেশতারা, যারা তাঁর কথার বাধ্য থেকেতাঁর হুকুম পালন করছ,তোমরা তাঁর প্রশংসা কর।