8 মাবুদ মমতায় পূর্ণ ও দয়াময়;তিনি সহজে রেগে উঠেন না,তাঁর অটল মহব্বতের সীমা নেই।
9 তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না,চিরকাল রাগ পুষে রাখেন না।
10 আমাদের গুনাহের শাস্তি যতটা আমাদের পাওনাততটা তিনি আমাদের দেন না;আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না।
11 দুনিয়া থেকে আসমানের দূরত্বের যেমন সীমা নেই,তেমনি তাঁর ভক্তদের উপরে তাঁর অটল মহব্বতেরওসীমা নেই।
12 পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে,আমাদের সব গুনাহ্ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন।
13 সন্তানদের প্রতি পিতার যেমন মমতা আছেতেমনি তাঁর ভক্তদের উপর তাঁর মমতা আছে।
14 কিভাবে আমরা গড়া তা তো তাঁর অজানা নেই;আমরা যে ধূলি ছাড়া আর কিছু নই তা তাঁর মনে আছে।