জবুর 104:10-16 MBCL

10 উপত্যকার মধ্যে তুমিই পানির ঝর্ণা পাঠাও;সেই পানি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায়।

11 তা জীবজন্তুদের পানির যোগান দেয়;তাতে বুনো গাধার পিপাসা মেটে।

12 পানির কাছেই আকাশের পাখীরা বাসা বাঁধে,আর গাছের ডালে ডালে গান গায়।

13 তোমার বেহেশতের বাসস্থান থেকেতুমি পাহাড়-পর্বতের উপরে পানি ফেল;তোমার সেই কাজের ফলে দুনিয়া তৃপ্ত হয়।

14 তুমি পশুপালের জন্য ঘাসআর মানুষের চাষের জন্য ফসলের গাছ জন্মাতে দাও,যেন জমি থেকেই সে তার খোরাক পেতে পারে-

15 আংগুর-রস যা মানুষের মনকে খুশী করে,তেল যা তার মুখকে উজ্জ্বল করে,আর রুটি যা তার অন্তরে আনে বল।

16 মাবুদের তৈরী সব গাছপালা প্রচুর বৃষ্টি পায়;তাঁর লাগানো লেবাননের এরস গাছও বৃষ্টি পায়।