জবুর 104:13-19 MBCL

13 তোমার বেহেশতের বাসস্থান থেকেতুমি পাহাড়-পর্বতের উপরে পানি ফেল;তোমার সেই কাজের ফলে দুনিয়া তৃপ্ত হয়।

14 তুমি পশুপালের জন্য ঘাসআর মানুষের চাষের জন্য ফসলের গাছ জন্মাতে দাও,যেন জমি থেকেই সে তার খোরাক পেতে পারে-

15 আংগুর-রস যা মানুষের মনকে খুশী করে,তেল যা তার মুখকে উজ্জ্বল করে,আর রুটি যা তার অন্তরে আনে বল।

16 মাবুদের তৈরী সব গাছপালা প্রচুর বৃষ্টি পায়;তাঁর লাগানো লেবাননের এরস গাছও বৃষ্টি পায়।

17 সেই সব গাছে পাখীরা বাসা বাঁধে;সারসও বেরস গাছে ঘর বানায়।

18 উুঁচ উঁচু পাহাড়গুলোতে বুনো ছাগল বাস করে;পাহাড়ের খাঁজে খাঁজে শাফনের দল আশ্রয় নেয়।

19 ঋতু ভাগ করার জন্য তুমি চাঁদ তৈরী করেছ;তোমার সময়মত সূর্য অস্ত যায়।