29 তুমি মুখ লুকালে তারা ভয় পায়;তুমি তাদের জীবন্তবায়ু নিয়ে গেলে তারা মরে যায়,আবার তারা ধুলা হয়ে যায়।
30 তোমার রূহ্ পাঠালে তাদের সৃষ্টি হয়;তুমি নতুন নতুন প্রাণ দিয়ে দুনিয়াকে সাজাও।
31 মাবুদের গৌরব অনন্তকাল থাকুক;তিনি যেন নিজের কাজে আনন্দিত হন।
32 তিনি দুনিয়ার দিকে তাকালে তা কাঁপে;তাঁর ছোঁয়াতে পাহাড়-পর্বত থেকে ধোঁয়া বের হয়।
33 আমার সারা জীবন ধরে আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব;আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার আল্লাহ্র উদ্দেশেপ্রশংসার কাওয়ালী গাইব।
34 আমার সব ধ্যান তাঁর কাছে মধুর হোক;আমি মাবুদের সংগে যুক্ত হয়ে আনন্দ করব।