জবুর 105:13-19 MBCL

13 তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যেআর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,

14 তখন তিনি কাউকে তাদের জুলুম করতে দিতেন না।তাদের জন্য তিনি বাদশাহ্‌দের ধম্‌কে দিতেন,

15 বলতেন, “আমার অভিষিক্ত বান্দাদের ছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”

16 তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেনআর তাদের খাবারের অভাব ঘটালেন;

17 তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন-ইউসুফকে পাঠিয়ে দিলেন; গোলাম হিসাবে তাঁকে বিক্রি করা হল।

18 বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল,লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন।

19 তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল,ততদিন তাঁর সম্বন্ধে মাবুদের ওয়াদা পুরণের ব্যাপারেতাঁর পরীক্ষা চলছিল।