2 তাঁর উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা-কাওয়ালী গাও;তাঁর সব অলৌকিক কাজের কথা বল।
3 তাঁর পবিত্রতার প্রশংসা কর;যারা মাবুদকে গভীরভাবে জানতে আগ্রহীতাদের অন্তর আনন্দিত হোক।
4 মাবুদ ও তাঁর কুদরতকে বুঝতে চেষ্টা কর;সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে আগ্রহী হও।
5-6 হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশধরেরা,তাঁর বেছে নেওয়া ইয়াকুবের সন্তানেরা,তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো;তাঁর অলৌকিক কাজের কথাআর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।
7 তিনিই আমাদের মাবুদ আল্লাহ্;গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
8 যে কালামের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য,তাঁর সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন।
9 সেই ব্যবস্থা তিনি ইব্রাহিমের জন্য স্থাপন করেছিলেনআর ইসহাকের কাছে কসম খেয়েছিলেন।