22 যাতে তাঁর ইচ্ছা অনুসারে তিনি রাজকর্মচারীদের শাসনে রাখেনআর বৃদ্ধ নেতাদের পরামর্শ দেন।
23 তারপর ইসরাইল মিসরে গেলেন;হাম-বংশীয়দের দেশে ইয়াকুব কিছুকাল বাস করলেন।
24 মাবুদ তাঁর নিজের বান্দাদের বংশ অনেক বাড়িয়ে দিলেন;শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন।
25 তাঁর বান্দাদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরেঘৃণা জাগিয়ে দিলেন,তাতে তারা তাঁর গোলামদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল।
26 তিনি তাঁর গোলাম মূসাকেআর তাঁর বেছে নেওয়া হারুনকে পাঠিয়ে দিলেন;
27 তাঁদের দিয়ে মাবুদ হাম-বংশীয়দের দেশেসকলের সামনে নানা রকম অলৌকিক চিহ্ন ও কুদরতি কাজ দেখালেন।
28 তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল;তাঁর কালামের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না।