32 তিনি বৃষ্টির মত করে তাদের উপর শিলা ফেললেন,সারা দেশে বিদ্যুৎ চমকাতে লাগল।
33 তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেনআর দেশের সব গাছপালা ভেংগে দিলেন।
34 তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল;
35 সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল।
36 তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল,অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন।
37 তিনি সোনা-রূপা সহ বনি-ইসরাইলদের বের করে আনলেন;তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।
38 তাদের চলে যাওয়া দেখে মিসরীয়রা খুশী হয়েছিল,কারণ তারা বনি-ইসরাইলদের ভীষণ ভয় করত।