জবুর 106:21-27 MBCL

21 তাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌কে তারা ভুলে গেলযিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।

22 হাম-বংশীয়দের দেশে করা কুদরতি কাজের বিষয়তারা ভুলে গেল,লোহিত সাগরের কাছে করা ভয় জাগানো সব কাজ ভুলে গেল।

23 তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন;তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা বান্দা মূসাতাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন,যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার রাগ ফিরাতে পারেন।

24 পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল;তারা মাবুদের কথায় বিশ্বাস করল না।

25 তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল;মাবুদের কথায় তারা কান দিল না।

26 তাই তিনি তাদের সম্বন্ধে এই কসম খেলেন-তিনি মরুভূমিতেই তাদের শেষ করে দেবেন,

27 তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে মৃত্যু ঘটাবেন,আর বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে দেবেন।