11 হে মাবুদের ভক্তেরা, মাবুদের উপর ভরসা কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
12 মাবুদ আমাদের কথা মনে করেছেন,সেজন্য তিনি আমাদের দোয়া করবেন;হ্যাঁ, তিনি ইসরাইলের বংশকে দোয়া করবেন,তিনি হারুনের বংশকে দোয়া করবেন,
13 তিনি তাঁর ছোট-বড় সব ভক্তকে দোয়া করবেন।
14 মাবুদ তোমাদের ও তোমাদের সন্তানদের বংশ বাড়িয়ে তুলুন।
15 মাবুদ, যিনি আসমান ও জমীনের সৃষ্টিকর্তা,তিনি তোমাদের দোয়া করুন।
16 বেহেশত হল মাবুদেরই বেহেশত,কিন্তু দুনিয়াটা তিনি মানুষকে দিয়েছেন।
17 মৃতেরা তো মাবুদের প্রশংসা করে না;যারা মৃত্যুর নীরবতার মধ্যে নেমে যায় তারা প্রশংসা করে না;