12 মৌমাছির মত তারা আমাকে ঘিরে ধরেছে;কাঁটা-ঝোপের আগুনের মতই তাড়াতাড়ি তারা নিভে গেছে।মাবুদের নামে আমি তাদের নিশ্চয়ই শেষ করে দেব।
13 আমি যাতে পড়ে যাই সেজন্য তারা আমাকে ধাক্কা মেরেছিল,কিন্তু মাবুদ আমাকে সাহায্য করলেন।
14 মাবুদই আমার শক্তি, তিনিই আমার কাওয়ালী;তাঁরই মধ্যে রয়েছে আমার উদ্ধার।
15 সৎ লোকদের বাড়ীতে উদ্ধারের আনন্দধ্বনি শোনা যায়;মাবুদের শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।
16 মাবুদের শক্তিশালী হাত জয় দান করেছে;মাবুদের শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।
17 আমি মরব না, বেঁচে থাকব,আর মাবুদ যা করেছেন তা ঘোষণা করব।
18 মাবুদ আমাকে কড়া শাসন করেছেন,কিন্তু মৃত্যুর হাতে তিনি আমাকে তুলে দেন নি।