20 এই তো মাবুদের ঘরের দরজা;এর মধ্য দিয়েই সৎ লোকেরা ঢোকে।
21 আমি তোমার শুকরিয়া আদায় করব,কারণ তুমি আমার কথা শুনেছ;আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।
22 রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিলসেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল;
23 মাবুদই এটা করলেন,আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে।
24 এই সেই দিন যা মাবুদ ঠিক করেছেন;এস, আমরা এই দিনে আনন্দ করি ও খুশী হই।
25 হে মাবুদ, মিনতি করি তুমি আমাদের উদ্ধার কর;হে মাবুদ, মিনতি করি সফলতা দান কর।
26 যিনি মাবুদের নামে আসছেন তাঁর প্রশংসা হোক।মাবুদের ঘর থেকে আমরা তোমাদের দোয়া করছি।