4 মাবুদের ভক্তেরা বলুক, “তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”
5 আমি বিপদে পড়ে মাবুদকে ডাকলাম;তিনি আমার ডাকে সাড়া দিয়ে একটা খোলা জায়গায়আমাকে বের করে আনলেন।
6 মাবুদ আমার পক্ষে আছেন, আমি ভয় করব না;মানুষ আমার কি করতে পারে?
7 আমার সাহায্যকারী হিসাবে মাবুদ আমার পক্ষে আছেন,তাই আমার শত্রুদের পরাজয় আমি দেখতে পাব।
8 মানুষের উপরে নির্ভর করার চেয়েমাবুদের মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
9 উঁচু পদের লোকদের উপরে ভরসা করার চেয়েমাবুদের মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
10 সমস্ত জাতি আমাকে ঘিরে ধরেছে,কিন্তু মাবুদের নামে আমি তাদের শেষ করে দেব।