জবুর 119:122-128 MBCL

122 তোমার এই গোলামের উপকারের ভার তুমি নাও;অহংকারীদের আমাকে জুলুম করতে দিয়ো না।

123 তোমার সততা অনুসারে তুমি যে ওয়াদা করেছ তা পূর্ণ হবারএবং তোমার দেওয়া উদ্ধার পাবার অপেক্ষায় থেকেআমার চোখ দুর্বল হয়ে পড়েছে।

124 তোমার এই গোলামের সংগে তোমার অটল মহব্বত অনুসারেব্যবহার কর,আর তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।

125 আমি তোমার গোলাম;আমাকে বুঝবার শক্তি দাওযাতে আমি তোমার কথা বুঝতে পারি।

126 হে মাবুদ, এখন তোমার কাজে নামার সময় হয়েছে;লোকে তো তোমার নির্দেশ অমান্য করেছে।

127 সেইজন্য আমি তোমার সমস্ত হুকুমসোনার চেয়ে, খাঁটি সোনার চেয়েও ভালবাসি।

128 তোমার সমস্ত নিয়ম-কানুন আমি ঠিক বলে মনে করি,আর সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।