130 তোমার কালাম প্রকাশিত হলে তা আলো দান করে;তা সরলমনা লোকদের বুঝবার শক্তি দেয়।
131 তোমার হুকুম পাবার জন্য আমি আকুল হয়ে ছিলাম,যেন আমি মুখ খুলে হাঁপাচ্ছিলাম।
132 যারা তোমাকে মহব্বত করে তাদের প্রতি তুমি যেমন করে থাক,তেমনি করে তুমি আমার দিকে ফেরো ও আমার প্রতি রহমত কর।
133 তোমার কালাম অনুসারে ঠিক পথে চলবার জন্যতুমি আমার পা স্থির কর;কোন অন্যায় যেন আমার উপরে কর্তৃত্ব না করে।
134 লোকদের জুলুমের হাত থেকে তুমি আমাকে মুক্ত করযেন আমি তোমার নিয়ম-কানুন পালন করতে পারি।
135 তোমার রহমত আলোর মত করেতোমার এই গোলামের উপর পড়ুক;তোমার সব নিয়ম আমাকে শিক্ষা দাও।
136 আমার চোখের পানি স্রোতের মত বইছে,কারণ লোকে তোমার নির্দেশ মানে না।