জবুর 119:154-160 MBCL

154 আমার পক্ষ হয়ে কথা বল,আর আমি যে নির্দোষ তা প্রমাণ কর;তোমার ওয়াদা অনুসারে আমাকে নতুন শক্তি দাও।

155 দুষ্ট লোকদের কাছ থেকে উদ্ধার অনেক দূরে রয়েছে,কারণ তারা তোমার নিয়মের দিকে মনোযোগ দেয় না।

156 হে মাবুদ, তোমার মমতা অনেক বেশী;তোমার শরীয়ত অনুসারে আমাকে নতুন শক্তি দাও।

157 আমার শত্রুরা ও জুলুমবাজ লোকেরা সংখ্যায় অনেক,কিন্তু আমি তোমার কালাম থেকে সরে যাই নি।

158 বেঈমানদের দেখে আমার ঘৃণা লাগে,কারণ তারা তোমার কালাম অনুসারে চলে না।

159 দেখ, আমি তোমার নিয়ম-কানুন কেমন ভালবাসি!হে মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারেআমাকে নতুন শক্তি দাও।

160 তোমার সমস্ত কালাম সত্য;তোমার প্রত্যেকটি ন্যায়পূর্ণ আইন চিরকাল স্থায়ী।