জবুর 119:169-175 MBCL

169 হে মাবুদ, আমার ফরিয়াদ তোমার সামনে উপস্থিত হোক;তোমার কালাম অনুসারে আমাকে বুঝবার শক্তি দাও।

170 আমার মিনতি তোমার সামনে উপস্থিত হোক;তোমার ওয়াদা অনুসারে তুমি আমাকে উদ্ধার কর।

171 আমার ঠোঁট থেকে তোমার প্রশংসা উপ্‌চে পড়ুক,কারণ তুমিই আমাকে তোমার নিয়ম শিক্ষা দিচ্ছ।

172 আমার জিভ্‌ তোমার কালাম নিয়ে কাওয়ালী করুক,কারণ তোমার সমস্ত হুকুম ন্যায়পূর্ণ।

173 তোমার হাত আমাকে সাহায্য করতে প্রস্তুত থাকুক,কারণ তোমার নিয়ম-কানুন আমি পালন করব বলে ঠিক করেছি।

174 হে মাবুদ, তুমি আমাকে উদ্ধার করবেসেজন্য আমি আগ্রহের সংগে অপেক্ষা করে আছি;তোমার সব নির্দেশই আমার আনন্দের বিষয়।

175 আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি;তোমার শরীয়ত আমাকে সাহায্য করুক।