21 তুমি অহংকারীদের ধমক দিয়ে থাক;তারা তো বদদোয়াপ্রাপ্ত,তারা তোমার হুকুমের পথ ছেড়ে ঘুরে বেড়ায়।
22 অপমান ও ঠাট্টা-বিদ্রূপ তুমি আমার কাছ থেকে দূর কর,কারণ আমি তোমার কথা মেনে চলি।
23 যদিও শাসনকর্তারা বসে আমার বিপক্ষে কথা বলেনতবুও তোমার এই গোলাম তোমার নিয়ম ধ্যান করে।
24 তোমার কথাই আমার আনন্দ;সেগুলো আমাকে পরামর্শ দেয়।
25 আমি ধুলায় লুটিয়ে পড়েছি;তোমার কালাম অনুসারে আমাকে নতুন শক্তি দান কর।
26 আমার জীবনের সব কথা আমি তোমাকে জানিয়েছি,আর তুমি আমাকে জবাব দিয়েছ;তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও;
27 তোমার নিয়ম-কানুনের নির্দেশ আমাকে বুঝবার শক্তি দাও;তাহলে আমি তোমার কুদরতি কাজের বিষয়ধ্যান করতে পারব।