জবুর 119:38-44 MBCL

38 তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছতা তুমি পূর্ণ কর,যাতে আমি তোমাকে ভয় করতে পারি।

39 আমার অপমান তুমি দূর কর যার বিষয়ে আমি ভয় পাই;সত্যিই তোমার শরীয়ত ভাল বয়ে আনে।

40 তোমার নিয়ম-কানুনের প্রতি আমার আগ্রহ রয়েছে;তুমি ন্যায়বান বলে আমাকে নতুন শক্তি দাও।

41 হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে দেখাও;তোমার ওয়াদা অনুসারে তুমি আমাকে উদ্ধার কর।

42 তাহলে যারা আমাকে ঠাট্টা করে তাদের আমি জবাব দিতে পারব,কারণ আমি তোমার কালামের উপর ভরসা করি।

43 তোমার সত্যের কালাম তুমি আমার মুখ থেকেএকেবারে কেড়ে নিয়ো না,কারণ তোমার শরীয়তের উপরেইআমি আশা করে রয়েছি।

44 আমি সব সময় তোমার নির্দেশ পালন করব,চিরকাল তা করব।