43 তোমার সত্যের কালাম তুমি আমার মুখ থেকেএকেবারে কেড়ে নিয়ো না,কারণ তোমার শরীয়তের উপরেইআমি আশা করে রয়েছি।
44 আমি সব সময় তোমার নির্দেশ পালন করব,চিরকাল তা করব।
45 আমি বিনা বাধায় জীবন কাটাব,কারণ তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।
46 তুমি যে সব কথা বলেছ তা আমি বাদশাহ্দের সামনে বলব;আমি লজ্জিত হব না।
47 তোমার সব হুকুম পালন করার মধ্যে আমি আনন্দ পাই,কারণ আমি সেগুলো ভালবাসি।
48 তোমার সব হুকুমের প্রতি আমার গভীর আগ্রহ আছে,কারণ আমি সেগুলো ভালবাসি;তোমার নিয়ম আমি ধ্যান করি।
49 তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছতা মনে করে দেখ;তার দ্বারাই তো তুমি আমাকে আশা দিয়েছিলে।