55 হে মাবুদ, আমি তোমার নির্দেশ মেনে চলি,আর রাতে তোমার কথা মনে করি।এটাই আমার অভ্যাস যে,
56 আমি তোমার নিয়ম-কানুন মেনে চলি।
57 হে মাবুদ, তুমি আমার সম্পত্তি;আমি তোমার কথা মেনে চলার জন্য ওয়াদা করেছি।
58 আমি মনেপ্রাণে তোমার রহমত চেয়েছি;তোমার কালাম অনুসারে তুমি আমার প্রতি রহমত কর।
59 আমার চলাফেরার বিষয় আমি চিন্তা করে দেখেছি,সেজন্য তোমার কালামের দিকে আমার পা ফিরিয়েছি।
60 তুমি যে সব হুকুম দিয়েছ তা আমি তাড়াতাড়ি পালন করেছি,দেরি করি নি।
61 দুষ্ট লোকদের দড়িতে আমি বাঁধা পড়েছি,কিন্তু আমি তোমার নির্দেশ ভুলে যাই নি।