জবুর 119:70-76 MBCL

70 তাদের অন্তর চর্বির মত অসাড়,কিন্তু আমি তোমার সমস্ত নির্দেশে আনন্দ পাই।

71 আমি যে কষ্ট পেয়েছি তা আমার পক্ষে ভালই হয়েছে;তাতে আমি তোমার নিয়ম শিখতে পারছি।

72 তোমার মুখের নির্দেশ আমার কাছেহাজার হাজার সোনা-রূপার টুকরার চেয়েও দামী।

73 তোমার হাতই আমাকে তৈরী করেছে, আমাকে গড়েছে;আমাকে বুঝবার শক্তি দাও যাতে তোমার সব হুকুমআমি জানতে পারি।

74 যারা তোমাকে ভয় করেতারা আমাকে দেখে আনন্দ পাবে,কারণ আমি তোমার ওয়াদার উপর ভরসা করে আছি।

75 হে মাবুদ, আমি জানি তোমার শরীয়ত ন্যায়ে পূর্ণ;তুমি বিশ্বস্ত বলে আমাকে কষ্ট দিয়েছ।

76 তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছসেই অনুসারে তোমার অটল মহব্বতই হোক আমার সান্ত্বনা।