জবুর 119:76-82 MBCL

76 তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছসেই অনুসারে তোমার অটল মহব্বতই হোক আমার সান্ত্বনা।

77 আমার প্রতি তোমার মমতা নেমে আসুক যেন আমি বেঁচে থাকি,কারণ তোমার নির্দেশ আমাকে আনন্দ দেয়।

78 মিথ্যা কথা বলে আমার সর্বনাশ করার জন্যঅহংকারীরা লজ্জিত হোক;কিন্তু আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করব।

79 যারা তোমাকে ভয় করে ও তোমার কালাম বুঝতে পারেতারা আমার কাছে ফিরে আসুক।

80 তোমার নিয়ম পালন করার সময় আমার অন্তরযেন নিখুঁত থাকে,যাতে আমি লজ্জায় না পড়ি।

81 তুমি আমাকে রক্ষা করবে সেই অপেক্ষায় থাকতে থাকতেআমার শক্তি কমে যাচ্ছে;আমি তোমার কালামে আশা রেখেছি।

82 তোমার ওয়াদা পূর্ণ হবার অপেক্ষায় আমার চোখ দুর্বল হয়ে পড়েছে;আমি বলি, “কখন তুমি আমাকে সান্ত্বনা দেবে?”