জবুর 119:93-99 MBCL

93 তোমার নিয়ম-কানুন আমি কখনও ভুলে যাব না,কারণ তার দ্বারাই তো তুমি আমাকে নতুন শক্তি দান করেছ।

94 আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই;তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।

95 দুষ্টেরা আমাকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে,কিন্তু তোমার কালাম নিয়ে আমি গভীরভাবে চিন্তা করব।

96 আমি দেখেছি কোন কিছুরই পরিপূর্ণতা নেই,কিন্তু তোমার হুকুমগুলো সব দিক থেকেই পরিপূর্ণ।

97 আমি তোমার নির্দেশ কত ভালবাসি!সারা দিন আমি তা ধ্যান করি।

98 তোমার সব হুকুম আমার শত্রুদের চেয়েআমাকে বুদ্ধিমান করে তোলে,কারণ সেগুলো সব সময়েই আমার সংগে সংগে থাকে।

99 আমার সব শিক্ষকদের চেয়ে আমি জ্ঞানবান,কারণ তোমার সমস্ত কথা আমি ধ্যান করি।