1 আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাব;কোথা থেকে আমার সাহায্য আসবে?
2 আসমান ও জমীনের সৃষ্টিকর্তা মাবুদের কাছ থেকেইআমার সাহায্য আসবে।
3 তিনি তোমার পা পিছ্লে যেতে দেবেন না;যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়বেন না।
4 যিনি বনি-ইসরাইলদের পাহারা দেনতিনি তো ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানও না।
5 মাবুদই তোমার রক্ষাকারী;মাবুদই তোমার ছায়া, তিনি তোমার ডান পাশে রয়েছেন।
6 দিনের বেলা সূর্য আর রাতের বেলায় চাঁদতোমার ক্ষতি করবে না।
7 সমস্ত বিপদ থেকে মাবুদই তোমাকে রক্ষা করবেন;তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।