4 বন্যা আমাদের ডুবিয়ে দিত,ভীষণ স্রোত আমাদের উপর দিয়ে বয়ে যেত,
5 ফুলে-ফেঁপে ওঠা পানি বয়ে যেত আমাদের উপর দিয়ে।”
6 সমস্ত প্রশংসা মাবুদের!শত্রুদের দাঁত দিয়ে তিনি আমাদের ছিঁড়ে ফেলতে দেন নি।
7 শিকারীর ফাঁদ থেকে পাখী যেমন করে রক্ষা পায়তেমনি করে আমরা রক্ষা পেয়েছি;ফাঁদ ছিঁড়ে গেছে আর আমরা রক্ষা পেয়েছি।