2 তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা,আর জিভ্ ছিল আনন্দের গানে পূর্ণ।অন্যান্য জাতির লোকেরা তখন বলাবলি করেছিল,“মাবুদ ওদের জন্য অনেক মহৎ কাজ করেছেন।”
3 মাবুদ আমাদের জন্য অনেক মহৎ কাজ করেছেন,তাই আমরা আনন্দ করতে লাগলাম।
4 হে মাবুদ, নেগেভ মরুভূমির জলস্রোতের মত করেতুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে আন।
5 যারা চোখের পানির সংগে বীজ বোনেতারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে।