1 ইসরাইল বলুক, “আমার ছেলেবেলা থেকেলোকে আমাকে অনেক জুলুম করেছে।
2 যদিও আমার ছেলেবেলা থেকেতারা আমাকে অনেক জুলুম করেছে,তবুও তারা আমার উপর জয়ী হতে পারে নি।
3 চাষীদের মত করে তারা আমার পিঠ চষে ফেলেছে,তারা লম্বা করে খাঁজ কেটেছে;
4 কিন্তু মাবুদ ন্যায়বিচারক,তিনি দুষ্টদের বাঁধন কেটে ফেলেছেন।”