4 কিন্তু মাবুদ ন্যায়বিচারক,তিনি দুষ্টদের বাঁধন কেটে ফেলেছেন।”
5 যারা সিয়োনকে ঘৃণা করেতারা লজ্জা পেয়ে পিছু হটে যাক।
6 তারা ঘরের ছাদে গজানো ঘাসের মত হোকযা বেড়ে উঠবার আগেই শুকিয়ে যায়;
7 যে তা কাটে তাতে তার মুঠি ভরে না,আর যে তা দিয়ে আঁটি বাঁধে তাতে কোঁচড়ও ভরে না।