4 মাবুদ ইয়াকুবকে তাঁর নিজের জন্য,ইসরাইলকে তাঁর নিজের সম্পত্তি হবার জন্য বেছে নিয়েছেন।
5 আমি জানি মাবুদ মহান;আমাদের মালিক সব দেব-দেবীর চেয়েও মহান।
6 আসমানে, দুনিয়াতে, সাগরে ও দুনিয়ার গভীর স্থানেমাবুদ তাঁর ইচ্ছামত কাজ করেন।
7 তিনিই দুনিয়ার শেষ সীমা থেকে মেঘ উঠিয়ে আনেন;তিনিই বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন,আর তাঁর ভাণ্ডার থেকে বাতাস বের করে আনেন।
8 মিসরের প্রথম সন্তানগুলোকে তিনিই আঘাত করেছিলেন,আঘাত করেছিলেন মানুষ ও পশুর প্রথম সন্তানদের।
9 হে মিসর, তিনি তোমার মধ্যেফেরাউন ও তাঁর সব কর্মচারীদের বিরুদ্ধেতাঁর অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়েছিলেন।
10 তিনি অনেক জাতিকে আঘাত করেছিলেনআর শক্তিশালী বাদশাহ্দের মেরে ফেলেছিলেন।