জবুর 135:8-14 MBCL

8 মিসরের প্রথম সন্তানগুলোকে তিনিই আঘাত করেছিলেন,আঘাত করেছিলেন মানুষ ও পশুর প্রথম সন্তানদের।

9 হে মিসর, তিনি তোমার মধ্যেফেরাউন ও তাঁর সব কর্মচারীদের বিরুদ্ধেতাঁর অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়েছিলেন।

10 তিনি অনেক জাতিকে আঘাত করেছিলেনআর শক্তিশালী বাদশাহ্‌দের মেরে ফেলেছিলেন।

11 তিনি আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনকে, বাশনের বাদশাহ্‌ উজকে,আর কেনানের সব বাদশাহ্‌দের মেরে ফেলেছিলেন।

12 তিনি তাদের দেশ তাঁর বান্দা বনি-ইসরাইলদেরঅধিকার হিসাবে দান করলেন।

13 হে মাবুদ, তোমার সুনাম চিরকাল স্থায়ী।হে মাবুদ, বংশের পর বংশ ধরে তোমার নাম স্মরণে থাকবে;

14 কারণ মাবুদ তাঁর বান্দাদের প্রতি ন্যায়বিচার করবেন,আর তাঁর গোলামদের প্রতি মমতা করবেন।