জবুর 138:1-6 MBCL

1 হে মাবুদ, আমার সমস্ত দিল দিয়েআমি তোমার প্রশংসা করব;এমন কি, দেব-দেবীদের সামনেওআমি তোমার প্রশংসা-কাওয়ালী গাইব।

2 তোমার পবিত্র ঘরের দিকে আমি সেজদা করব,আর তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার জন্যতোমার প্রশংসা করব;কারণ তোমার ওয়াদার পূর্ণতার মধ্য দিয়েতুমি নিজেকে যেভাবে প্রকাশ করেছতা তোমার সুনামের চেয়েও মহান।

3 আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে জবাব দিলে;আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে।

4 হে মাবুদ, তোমার মুখের কথা শুনেদুনিয়ার সমস্ত বাদশাহ্‌ তোমার প্রশংসা করবে।

5 তারা মাবুদের কাজ নিয়ে কাওয়ালী গাইবে,কারণ মাবুদের মহিমা মহৎ।

6 যদিও মাবুদ সব কিছুর উপরে আছেনতবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন,কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।