4 হে মাবুদ, তোমার মুখের কথা শুনেদুনিয়ার সমস্ত বাদশাহ্ তোমার প্রশংসা করবে।
5 তারা মাবুদের কাজ নিয়ে কাওয়ালী গাইবে,কারণ মাবুদের মহিমা মহৎ।
6 যদিও মাবুদ সব কিছুর উপরে আছেনতবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন,কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।
7 যখন আমি বিপদের মধ্য দিয়ে চলিতখন তুমি আমার প্রাণ রক্ষা কর;তোমার হাত বাড়িয়ে তুমি আমার শত্রুদের রাগ বিফল কর,আর তোমার ডান হাত আমাকে উদ্ধার করে।