1 হে মাবুদ, তুমি আমাকে ভাল করে পরীক্ষা করে দেখেছআর আমাকে জেনেছ।
2 আমি যা কিছু করি তার সবই তো তুমি জান;তুমি দূর থেকেই আমার মনের চিন্তা বুঝতে পার।
3 তুমি আমার কাজকর্ম ও বিশ্রামের বিষয়খুব ভাল করে খোঁজ নিয়ে থাক;তুমি আমার জীবন্তপথ ভাল করেই জান।
4 হে মাবুদ, কোন কথা আমার মুখে আনার আগেইতুমি তার সবই জান।