জবুর 139:15-21 MBCL

15 যখন আমাকে গোপন স্থানে গড়ে তোলা হচ্ছিল,মায়ের গর্ভে যখন আমার শরীর নিপুণ ভাবে গেঁথে তোলা হচ্ছিল,তখন আমার গড়ন তোমার কাছে লুকানো ছিল না।

16 তোমার চোখ আমার গড়ে-না-ওঠা শরীর দেখেছে।আমার জন্য ঠিক করে রাখা দিনগুলো যখন শুরু হয় নি,তখন তোমার বইয়ে সেগুলোর বিষয় সবই লেখা ছিল।

17 হে আল্লাহ্‌, তোমার এই সব পরিকল্পনা আমার কাছে কত দামী!সেগুলো অসংখ্য।

18 যদি সেগুলো আমি গুণি তবে তার সংখ্যাবালুকণার চেয়েও বেশী।আমি যখন জেগে উঠি তখনও আমি তোমার কাছেই থাকি।

19 হে আল্লাহ্‌, আমি চাই তুমি দুষ্টদের মেরে ফেল।ওহে রক্ত-পিপাসু লোকেরা, আমার কাছ থেকে দূর হয়ে যাও।

20 খারাপ চিন্তা নিয়ে তারা তোমার বিষয়ে নানা কথা বলে;তোমার শত্রুরা বাজে উদ্দেশ্যে তোমার নাম নেয়।

21 হে মাবুদ, যারা তোমাকে অগ্রাহ্য করেআমি কি তাদের অগ্রাহ্য করি না?যারা তোমার বিরুদ্ধে ওঠেআমি কি তাদের ঘৃণার চোখে দেখি না?