5 তুমি সব দিক থেকেই আমাকে ঘিরে ধরেছ,আর আমাকে তোমার অধীনে রেখেছ।
6 তোমার এই জ্ঞান আমার পক্ষে বুঝতে পারা অসম্ভব;তা খুব উঁচু, আমার নাগালের বাইরে।
7 তোমার পাক-রূহের কাছ থেকে আমি কোথায় যেতে পারি?তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি?
8 যদি আসমানে গিয়ে উঠি, সেখানে তুমি;যদি কবরে আমার বিছানা পাতি, সেখানেও তুমি;
9 যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি,যদি ভূমধ্যসাগরের ওপারে গিয়ে বাস করি,
10 সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে,তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে।
11 যদি আমি বলি, “অন্ধকার আমাকে ঢেকে ফেলবে,আর আমার চারপাশে যে আলো আছেতা অন্ধকার হয়ে যাবে,”তবুও তাতে কোন লাভ হবে না;