1 হে মাবুদ, দুষ্ট লোকদের হাত থেকে আমাকে উদ্ধার কর;জুলুমবাজদের হাত থেকে আমাকে রক্ষা কর।
2 তারা মনে মনে দুষ্ট ফন্দি আঁটে আর প্রতিদিন যুদ্ধ বাধায়।
3 তারা সাপের মত তাদের জিভ্ ধারালো করেছে;তাদের ঠোঁটের নীচে যেন সাপের বিষ আছে। [সেলা]
4 হে মাবুদ, দুষ্টদের হাত থেকে আমাকে রক্ষা কর।জুলুমবাজ লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর;আমার পা যেন পিছ্লে যায় সেজন্য তারা ফন্দি এঁটেছে।