3 হে সূর্য ও চাঁদ, তাঁর প্রশংসা কর;হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা কর।
4 হে বেহেশত, তাঁর প্রশংসা কর;হে আসমানের উপরের পানি, তাঁর প্রশংসা কর।
5 এরা সব মাবুদের প্রশংসা করুক,কারণ তিনি হুকুম দিলেন আর এদের সৃষ্টি হল।
6 এদের তিনি চিরকালের জন্য ঠিক জায়গায় স্থাপন করেছেন;তিনি একটা নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না।
7 দুনিয়া থেকে তোমরা মাবুদের প্রশংসা কর।হে সাগরের বড় বড় প্রাণী ও সাগরের গভীর তলদেশ,তাঁর প্রশংসা কর।
8 হে বিদ্যুৎ ও শিলা, তুষার ও কুয়াশাআর তাঁর হুকুম পালন্তকরা ঝোড়ো বাতাস,তাঁর প্রশংসা কর।
9 হে সমস্ত পাহাড়-পর্বতআর ফলের গাছ ও সমস্ত এরস গাছ,তাঁর প্রশংসা কর।