জবুর 18:12-18 MBCL

12 তাঁর আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল;শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসল।

13 মাবুদ আকাশে গর্জন করলেন;বাজ ও শিলাবৃষ্টির মধ্যে আল্লাহ্‌তা’লার গলার আওয়াজ শোনা গেল।

14 তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন,আর বিদ্যুৎ চম্‌কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।

15 হে মাবুদ, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্‌টায়মাটির তলার পানি দেখা দিল,দুনিয়ার ভিতরটা বেরিয়ে পড়ল।

16 তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন,গভীর পানির মধ্য থেকে আমাকে টেনে তুললেন।

17 আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন;বাঁচালেন বিপক্ষদের হাত থেকেযাদের শক্তি আমার চেয়েও বেশী।

18 বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল,কিন্তু মাবুদই আমাকে ধরে রাখলেন।