38 আমি তাদের চুরমার করে দিয়েছি,যাতে তারা আর উঠতে না পারে;তারা আমার পায়ের তলায় পড়েছে।
39 তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ,আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ।
40 আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ;যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।
41 তারা সাহায্যের জন্য চিৎকার করেছে,কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি।তারা মাবুদের কাছে চিৎকার করেছে,কিন্তু তিনিও তাদের জবাব দেন নি।
42 বাতাসে বয়ে নিয়ে যাওয়া ধুলার মত আমি তাদের গুঁড়া করেছি,রাস্তার কাদা-মাটির মত করে তাদের ফেলে দিয়েছি।
43 হে মাবুদ, লোকদের বিদ্রোহ থেকেতুমি আমাকে উদ্ধার করেছ,অন্য জাতিদের উপরে আমাকে কর্তা করেছ;আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে।
44 আমার কথা শুনলেই তারা আমার অধীনতা স্বীকার করে;বিরুদ্ধ মনোভাব নিয়ে বিদেশীরা আমার বাধ্য হয়।