46 মাবুদ জীবন্ত।আমার আশ্রয়-পাহাড়ের প্রশংসা হোক।আমার উদ্ধারকর্তা আল্লাহ্র সম্মান বৃদ্ধি হোক।
47 তিনিই অন্য জাতিদের আমার অধীনে আনেনআর আমার হয়ে তাদের পাওনা শাস্তি দেন।
48 তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন।হে আল্লাহ্, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ,জুলুমবাজ লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ।
49 হে মাবুদ, এইজন্য অন্য জাতিদের মধ্যেআমি তোমার প্রশংসা করবআর তোমার সুনাম গাইব।