8 তাঁর নাক থেকে ধোঁয়া উপরে উঠল,তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল,তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
9 তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন;তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
10 তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন,উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে।
11 তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন;তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।
12 তাঁর আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল;শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসল।
13 মাবুদ আকাশে গর্জন করলেন;বাজ ও শিলাবৃষ্টির মধ্যে আল্লাহ্তা’লার গলার আওয়াজ শোনা গেল।
14 তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন,আর বিদ্যুৎ চম্কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।