1 আসমান আল্লাহ্র মহিমা ঘোষণা করছে,আর আকাশ তুলে ধরছে তাঁর হাতের কাজ।
2 দিনের পর দিন তাদের ভিতর থেকে বাণী বেরিয়ে আসে,আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান।
3 কিন্তু তাতে কোন শব্দ নেই, কোন ভাষা নেই,তাদের আওয়াজও কানে শোনা যায় না;
4 তবুও তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে;তাদের কথা ছড়িয়ে পড়ছে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত।আসমানে সূর্যের জন্য তিনি একটা তাম্বু খাটিয়েছেন;