জবুর 19:5-11 MBCL

5 সে বরের মত করে বাসর-ঘর থেকে বেরিয়ে আসে,নির্দিষ্ট পথে দৌড়াবে বলে খেলোয়াড়-বীরের মতখুশী হয়ে ওঠে;

6 সে আসমানের এক দিক থেকে ওঠে আর ঘুরে অন্য দিকে যায়;তার তাপ থেকে কিছুই রেহাই পায় না।

7 মাবুদের নির্দেশে কোন খুঁত নেই,তা মানুষকে জাগিয়ে তোলে।মাবুদের কালাম নির্ভরযোগ্য,তা সরলমনা লোককে জ্ঞান দেয়।

8 মাবুদের সমস্ত নিয়ম সোজা পথে চালায়আর অন্তরে দেয় আনন্দ।মাবুদের হুকুম খাঁটি,তা দিলকে সতেজ করে।

9 মাবুদের প্রতি যে ভয়,তা পবিত্রতায় ভরা আর চিরকাল স্থায়ী।মাবুদের শরীয়ত সত্য,তাতে অন্যায় কিছু নেই।

10 তা সোনার চেয়ে, প্রচুর খাঁটি সোনার চেয়েওবেশী কামনা করার মত জিনিস।তা মধুর চেয়ে মিষ্টি,মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি।

11 তা তোমার গোলামকে সাবধান করে,আর তা পালন করলে মহালাভ হয়।