9 মাবুদের প্রতি যে ভয়,তা পবিত্রতায় ভরা আর চিরকাল স্থায়ী।মাবুদের শরীয়ত সত্য,তাতে অন্যায় কিছু নেই।
10 তা সোনার চেয়ে, প্রচুর খাঁটি সোনার চেয়েওবেশী কামনা করার মত জিনিস।তা মধুর চেয়ে মিষ্টি,মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি।
11 তা তোমার গোলামকে সাবধান করে,আর তা পালন করলে মহালাভ হয়।
12 নিজের ভুল কে বোঝে?আমার অজানা দোষ তুমি মাফ কর।
13 জেন্তেশুনে অহংকারের বশে করা গুনাহ্ থেকেতোমার গোলামকে তুমি দূরে রাখ;তা যেন আমার উপর রাজত্ব না করে।তাহলেই আমি নিখুঁত হতে পারব,মুক্ত থাকব আল্লাহ্র প্রতি ভীষণ বিদ্রোহের দায় থেকে।