22 ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করবআর সমাজের মধ্যে তোমার গুণগান করব।
23 তোমরা যারা মাবুদকে ভয় কর, তোমরা তাঁর প্রশংসা কর।ইয়াকুবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও।ইসরাইলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁর এবাদত কর।
24 দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিংবা অগ্রাহ্য করেন নি;তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি,বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।
25 বড় সভার মধ্যে আমার যে প্রশংসাতা তোমার কাছ থেকেই আসে;তোমার উপর যাদের ভয় আছেতাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।
26 নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে;যারা মাবুদের ইচ্ছামত চলে তারা তাঁর প্রশংসা করবে।তারা চিরকাল জীবিত থাকুক।
27 দুনিয়ার শেষ সীমার লোকেরাও তওবা করেমাবুদের কাছে আসবে;অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাঁকে সেজদা করবে।
28 জ্বী, রাজ্য মাবুদেরই;সব জাতির উপরে তিনিই বাদশাহ্।