1 দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু মাবুদের;বিশ্ব ও তার মধ্যে যারা বাস করে তারাও তাঁর;
2 কারণ তিনিই গভীর পানির উপরে ভূমির ভিত্তি গাঁথলেন,আর সেই ভূমি মাটির নীচের পানির উপরে ধরে রাখলেন।
3 কে মাবুদের পাহাড়ে ওঠার যোগ্য?তাঁর পবিত্র জায়গায় দাঁড়াবার যোগ্য কে?
4 কেবল সে-ই যোগ্য,যার হাত নির্দোষ,অন্তর খাঁটি,মন মিথ্যার দিকে নয়,আর মুখে নেই মিথ্যা কসম।
5 সে মাবুদের কাছ থেকে দোয়া পাবে;সে যে তাঁরই ইচ্ছামত চলছেতার উদ্ধারকর্তা আল্লাহ্ তা দেখিয়ে দেবেন।